ভালো ফলাফলের জন্য মিনক্সিডিল সাধারণত প্রতিদিন ১ মিলি করে ২ বেলা ব্যবহার করতে হয়। প্রতিদিন রাতে ঘুমানোর কমপক্ষে ১ ঘন্টা আগে ১ মিলি মিনক্সিডিল নিয়ে মাথার তালুতে ব্যবহার করুন। মিনক্সিডিল টপিক্যাল সলিউশন শুকাতে সাধারণত ৩০-৬০ মিনিট পর্যন্ত লাগতে পারে। চাইলে মিনক্সিডিল শুকানোর পর ঘুমিয়ে যেতে পারেন। মিনক্সিডিল ব্যবহার করার পর কমপক্ষে ৪ ঘন্টা মাথায় রাখতে হয় তবে ৪ ঘন্টা পর না ধুলেও চলে সেক্ষেত্রে সকালে ঘুম থেকে উঠে না ধুলেও চলবে বা চাইলে হাল্কা করে ধুয়ে নিতে পারেন।
দিনের বেলায় (সকালে বা দুপুরে) আবার ১ মিলি মিনক্সিডিল নিয়ে একইভাবে ব্যবহার করে নিন। গোসলের কমপক্ষে ৪ ঘন্টা আগে অথবা গোসলের পর মিনক্সিডিল দিয়ে কমপক্ষে ৪ ঘন্টা রাখুন।
উল্লেখ্য যে, মিনক্সিডিল দিয়ে চুলের জন্য প্রাথমিক ফলাফল পেতে সাধারণত ২-৩ মাসের মতো সময় লাগে। তবে মিনক্সিডিল চুলের জন্য অনেক লম্বা প্রক্রিয়া হওয়ার কারণে ভালো এবং স্ট্যাবল একটা ফলাফলের জন্য মিনক্সিডিল কমপক্ষে একটানা দেড় থেকে দুই বছর পর্যন্ত বা তারও বেশি সময় ধরে ব্যবহার করা ভালো। প্রথম ১-২ বোতল ব্যবহার করে ফলাফল দেখতে না পেলে হতাশ হয়ে ছেড়ে দেয়া যাবেনা কখনোই। তাই প্রথম ৩ মাস নিয়মিত ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ
Add comment