মিনক্সিডিল দিয়ে দাড়ির জন্য ভালো ফলাফল পেতে মিনক্সিডিলের সহযোগী সাপ্লিমেন্ট হিসেবে ডার্মারোলার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।মিনক্সিডিলের ফলাফলকে গতিশীল করতে আপনার ত্বকে কোলাজেন উৎপাদণ করতে সপ্তাহে ১-২ দিন ডার্মারোলার ব্যবহার করুন। মিনক্সিডিল দেওয়া স্থানে ডার্মারোলার দিয়ে পাশাপাশি, লম্বালম্বি, এবং আড়াআড়িভাবে কয়েকবার (কমপক্ষে ৪ বার করে) রোলিং করুন। রোলিং করা হয়ে গেলে ডার্মারোলারটি জীবানুমুক্ত করে রেখে দিন।
মিনক্সিডিলের সাথে ডার্মারোলার ব্যবহারের সবচেয়ে কার্যকরী উপায় হলো মিনক্সিডিল ধুয়ে নেয়ার পর ডার্মারোলার ব্যাবহার করা এবং ডার্মারোলার ব্যবহার করার পর ২০-২৪ ঘন্টা গ্যাপ দিয়ে আবার মিনক্সিডিল ব্যবহার করা। আপনি যদি রাতে ডার্মারোলার ব্যবহার করতে চান সেক্ষেত্রে সন্ধ্যায় বা রাতে মিনক্সিডিল ব্যবহার করে কমপক্ষে ৩-৪ ঘন্টা রেখে ধুয়ে নিন এবং ধোয়ার পর মুখে ডার্মারোলার ব্যবহার করুন।
রাতে মিনক্সিডিল এবং ডার্মারোলার ব্যবহার করার পর পরের দিনের সকালের মিনক্সিডিল টা বন্ধ রাখুন এবং সেদিন রাত থেকে আবার স্বাভাবিক নিয়মে ২ বেলা করে মিনক্সিডিল ব্যবহার করুন। একই ভাবে দিনের বেলায় ডার্মারোলার ব্যবহার করলে সেদিন রাতের মিনক্সিডিল টা বন্ধ রেখে পরবর্তী দিন সকাল থেকে আবার স্বাভাবিক নিয়মে ২ বেলা মিনক্সিডিল ব্যবহার করুন। এভাবে ৩-৪ দিন পর পর ডার্মারোলার ব্যাবহার করুন। মনে রাখবেন, ডার্মারোলার ব্যবহার করার পর সাথে সাথে মিনক্সিডিল ইউজ করবেন না।
Add comment